• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাগভান্ডার সীমান্তে ভারতে ঢোকার সময় একজন আটক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১  

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বাগভান্ডার বিজিবি। আটক আজিবর রহমান উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী গ্রামের আলাউদ্দিনের ছেলে।

সোমবার ভোরে বাগভান্ডার গ্রামে আন্তর্জাতিক সীমানা পিলার নম্বর ৯৬২/২ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতে অবৈধভাবে ঢুকছিলেন আজিবর রহমান। এ সময় বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের নায়েক খালেদ হোসেনের নেতৃত্বে তাকে আটক করা হয়।

আটক আজিবর ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে আসামির নামে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি বাদী হয়ে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –