• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বাজার স্থিতিশীল রাখতে রমজানে তিনগুণ পণ্য আমদানি করবে সরকার

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

রমজানে ভোগ্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবার টিসিবির মাধ্যমে তিনগুণ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ভোজ্য তেলের ঊর্ধ্বমূল্য বিষয়ে এ বৈঠক হয়।

মন্ত্রী বলেন, ভোজ্য তেলের দাম এখনও নির্ধারণ করা হয়নি। আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় করে দেশীয় বাজারে দাম ঠিক করা হবে। কারণ দেশের ৯০ শতাংশ তেলই আমদানি করা হয়। তবে ভোজ্য তেলের দাম নির্ধারণে ট্যারিফ কমিশনের নেতৃত্বে ব্যবসয়ীদের সঙ্গে নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটি অবিলম্বে একটি প্রতিবেদন দেবে। 

তিনি বলেন, আসন্ন রামজানে প্রয়োজনীয় নিত্য-পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চাহিদার তিনগুণ আমদানি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভোজ্য তেল, ডাল, খেজুর, চিনি, ছোলা। এছাড়া উৎপাদক এবং ভোক্তার মাঝামাঝি দালাল, ফড়িয়াদের দৌরাত্ম কমাতে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর মনিটরিং করা হবে।

বিশেষজ্ঞগণ বলেন, রমাজনকে সামনে রেখে সরকারের আগাম প্রস্তুতি অবশ্যই প্রশংসনীয়। বাজার নিয়ন্ত্রণে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান বিশেষজ্ঞগণ। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –