• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বার্সেলোনার কষ্টের জয়

প্রকাশিত: ১২ জুলাই ২০২০  

লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। তবে সেটা অনেক কষ্টে অর্জন করতে হয়েছে কিকে সেতিয়েনের দলকে। প্রতিপক্ষের মাঠে শনিবার আর্তুরো ভিদালের একমাত্র গোলে জিতেছে শিরোপাধারীরা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আবারো ১ পয়েন্টে নামিয়ে এনেছে বার্সেলোনা।

পঞ্চদশ মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন ভিদাল। তিন জনের মধ্যে থেকে মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলটি করেন চিলির মিডফিল্ডার। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। আসরে এটা তার অষ্টম গোল। আর মেসির ২০তম অ্যাসিস্ট।

শেষ দিকে বার্সেলোনার রক্ষণে প্রচণ্ড চাপ বাড়ানো ভাইয়াদলিদ গোল পেতে পারতো। তবে সান্দ্রো রামিরেসের কাছের পোস্টে নেয়া শট ঠেকিয়ে জয় নিশ্চিত করেন টের স্টেগেন। 

৩৬ ম্যাচে ২৪ জয় ও সাত ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৭৯। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৮০।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –