• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বাড়িতে বাবার মরদেহ রেখে চোখের জলে পরীক্ষায় বসলো সাব্বির

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২  

বাড়িতে বাবার মরদেহ রেখে চোখের জলে পরীক্ষায় বসলো সাব্বির                 
বুধবার রাত তখন ১১টা। হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান এসএসসি পরীক্ষা সাব্বিরের বাবা মিজানুর রহমান। বাবার মৃত্যুর ১২ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শুরু হয় এসএসসি পরীক্ষা। শোকে কাতর স্বজনরাও নিচ্ছেন লাশ দাফনের প্রস্তুতি। চোখের জলে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে তাকে। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে বাবার লাশ দাফনে অংশ নেয় সাব্বির। ঘটনাটি দিনাজপুরের বিরলের।

সাব্বিরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামপুর (কামারপাড়া) গ্রামের বাসিন্দা। তার বাবা ৫৫ বছর বয়সী মিজানুর রহমান পান ব্যবসায়ী ছিলেন। বিরল উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে সাব্বির। বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে সে।

স্থানীয়রা জানায়, সাব্বির বাবা মিজানুর রহমান একজন পান দোকানদার। বুধবার রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার ছেলে বাবার মরদেহ বাড়িতে রেখে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভান্ডারা ইউনিয়নের রামপুর (কামারপাড়ায়) গ্রামে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। 

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চন্দ্র রায় বলেন, সাব্বির খুব মেধাবী। তার বাবা একজন পানের দোকানদার। কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাতেন। সকালে আমি খবর পাই সাব্বিরের বাবা মারা গেছেন। এদিকে সাব্বিরের এসএসসি পরীক্ষা থাকায় সাব্বির তার বাবাকে রেখে পরীক্ষা দেয়। বৃহস্পতিবার তার বাংলা পরীক্ষা ছিল। সাব্বিরসহ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –