• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিএনপি থেকে নিজেদের সম্পদ রক্ষা করতে হবে: এলজিআরডিমন্ত্রী

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

বিএনপি থেকে নিজেদের সম্পদ রক্ষা করতে হবে: এলজিআরডিমন্ত্রী           
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বিএনপি এখন ছিনতাইকারী দলে পরিণত হয়েছে। তাই এ দল থেকে সবাইকে সাবধান হয়ে নিজেদের সম্পদ রক্ষায় সতর্ক থাকতে হবে। গতকাল শনিবার মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার গোয়াল ঘুন্নী এলাকায় ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বিএনপি কথায় কথায় নির্বাচন বর্জন করে। নির্বাচনে না এসে ক্ষমতায় যেতে চায় দলটি। বিএনপির ধারণা, আওয়ামী লীগের লোকেরা তাদের ভোট দিয়ে দেবেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপি সমালোচনা করা ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। আপনারা আওয়ামী লীগকে স্বীকার না করেন, আওয়ামী লীগের উন্নয়নকে তো স্বীকৃতি দেবেন।

উল্লেখ্য, যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে সারাদেশের ৬৩৪ জন ঠোঁটকাটা, তালুকাটা ও শরীরের বিভিন্ন অংশে পোড়া রোগীদের বিনামূল্যে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে প্লাস্টিক সার্জারির কার্যক্রম চালানো হচ্ছে, যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –