• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিদেশফেরতদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

প্রকাশিত: ২৩ জুন ২০২১  

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে সরকার। এজন্য ৩৯টি হোটেল ঠিক করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৪ এপ্রিল বিদেশফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময়সীমা কমায় সরকার। তারও আগে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়। কিন্তু বিদেশফেরতদের চাপ বাড়তে থাকায় কোয়ারেন্টাইনের সময়সীমা ১৪ দিনের বদলে তিনদিন করা হয়েছে।

তখন জানানো হয়েছিল, বিদেশফেরতদের মধ্যে যাদের করোনার দুটি টিকা নেয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা লাগবে না। তারা বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। স্থানীয় প্রশাসন তা নিশ্চিত করবে। যাদের করোনা টিকার একটি ডোজ নেয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট রয়েছে, তাদের তিনদিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তাদের দেশে প্রবেশের পর করোনা টেস্ট করানো হবে। তাতে নেগেটিভ রিপোর্ট এলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকবেন।

একই সঙ্গে যাদের করোনার টিকা নেয়া নেই কিন্তু করোনা নেগেটিভ সার্টিফিকেট রয়েছে, তাদেরও তিন দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তাদের করোনা টেস্ট করানো হবে। তাতে নেগেটিভ রিপোর্ট এলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকবেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –