• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিদ্যুতের কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্তরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১  

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে হাত-পা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের মাঝে ১০ কেজি চাল, ডাল, তেল, চিড়া, চিনি, নুডলস ও শীতবস্ত্র পৌঁছে দেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ড।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম ও কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ড জানান, প্রধানমন্ত্রীর উপহার ও শীত বস্ত্রসহ আপনাদের জন্য আমার দফতরে দেয়ার মতো যা ছিল, প্রাথমিক ভাবে সেগুলো দেয়া হলো। আগামীতেও আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব।

অনুষ্ঠানে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, চিন্তার কোনো কারণ নেই। সরকার আপনাদের পাশে আছে। যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –