• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিরল পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত নৌকার প্রার্থী

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২  

বিরল পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত নৌকার প্রার্থী           
দিনাজপুরের বিরল পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র সবুজার সিদ্দিক সাগর। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিরল উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকার।

তিনি জানান, মেয়র পদে তিনজন প্রার্থীর মধ্যে ১০ ডিসেম্বর বিকাল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মামনুর রশীদ রাজু ও রেজাউল ইসলাম বাদশা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবুজার সিদ্দিক সাগর মেয়র নির্বাচিত হয়েছেন।

এছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাইদুর রহমান শামীম তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একই সাথে ভান্ডারা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে তরিকুল হক তার প্রার্থিতা প্রত্যাহার করেন।
বিরল উপজেলার বিরল পৌরসভা, রাজারামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ও ভান্ডারা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –