• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বিরলে আরো ৪৫৫ বাড়িতে বিদ্যুৎ সংযোগ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

শেখ হাসিনা’র উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। গ্রাম হবে শহর এ কর্মসূচী নিয়ে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ এর উন্নয়ন ঘটলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে। আমাদের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও একটি উন্নত রাষ্ট্রের নাগরিক নিজেকে পরিচয় দেয়ার জন্য শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে হবে। শুক্রবার বিকালে বিরলের ১নং আজিমপুর ইউপি’র সিঙ্গুল হঠাৎপাড়া, সিঙ্গুল দক্ষিণপাড়া, ঝিনাইকুড়ি, লস্করপুকুর পীরপাড়া ও বালাডাঙ্গী এলাকার ৪৫৫ টি বাড়ির বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিন বক্তব্যে এসব বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, মুজিব শতবর্ষে এদেশের উন্নয়নের সাথে আরো উন্নয়ন যোগ হবে। আমরা বাংলাদেশের নাগরিক, শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বের কারণে আজকে পরিচয় দিতে গর্ববোধ করি। শেখ হাসিনা আমাদের বিশ্ব দরবারে সম্মানিত করছেন।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) হরেন্দ্রনাথ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

ইউনিয়ন আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব, পল্লী বিদ্যৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ আবু নাসের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ভুট্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. রবিউল ইসলাম (এডিঃ পঃিপিঃ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুর জামান, উপজেলা আওয়ামী লীগের প্রাক্তণ সদস্য ও ফরক্কাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান লুতু, বিজোড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, আজিমপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল, রাজারামপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মুকুল চন্দ্র রায়, বিরল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রাণীপুকুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা ইমামুল হক পলাশ, শহরগ্রাম ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী প্রমূখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –