• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিরলে আ’লীগ নেতার অর্থায়নে ৪০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৩ মে ২০২০  

বিরলের ১০ নং রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ফারুক আজম এর ব্যক্তিগত অর্থায়নে ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে রাণীপুকুর ইউপি’র বোর্ডহাট মাঠে বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, ইউপি আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোল্লা ইমামুল হক পলাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্লীচিকিৎসক আবদুস সবুর প্রমূখ।

ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ফারুক আজম জানান, প্রতিবছর ঈদে ব্যক্তিগত অর্থায়নে পারিবারিকভাবে এলাকার দরীদ্র মানুষকে ঈদ উপহার দিয়ে আসছি। এরই ধারবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরেছে অনেকে। ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ হতে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হয়ে আসছে। এর মাঝে আমার ব্যক্তিগত উপহার হিসাবে চাল, ডাল, আলু ও ভোজ্য তেল উপহার হিসাবে ৪০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। 

তিনি সকলের প্রতি সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে প্রয়োজনীয় কাজে ঘরের বাহিরে বের হওয়ার আহ্বান জানান। এ ছাড়া সকলকে স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ ঘরে অবস্থানের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতা কামনা করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –