• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিরলে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত: ১৩ মে ২০২০  

বিরলে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কাটার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। বুধবার সকালে দিনাজপুর-বিরল (স্থলবন্দর) সড়কের উপজেলার বিজোড়া ইউপি’র যুগীহারী (বানিয়াপাড়া) নামক স্থানে কৃষি প্রযুক্তির মাধ্যমে ধান কাটার শুভ উদ্বোধন করা হয়। 

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ তৌহিদুল ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ মাহবুবার রহমান, কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার মাহমুদ, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ। 

কৃষকগণ ১ লিটার জ্বালানী ব্যয়ে, ১ ঘন্টায় ১ একর জমির ধান, কাটা, মারাই ও বস্তাবন্দী করতে সক্ষম কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিয়ে নিখুঁত ও ঝকঝকে ধান ঘরে তোলার আনন্দে সন্তোষ প্রকাশ করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –