• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিরলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো স্কাউট সদস্যের

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২  

বিরলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো স্কাউট সদস্যের                     
দিনাজপুরে বিরল উপজেলায় ট্রাকের ধাক্কায় দ্বীনি আর্জুম (২৭) নামে স্কাউটের সাবেক সিনিয়র রোভার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

দ্বীনি আর্জুম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়নী গ্রামের এলাকার মঞ্জুরুল ইসলামের মেয়ে এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক সিনিয়র রোভার মেট।

বাংলাদেশ স্কাউটের নির্বাহী সদস্য লোকমান হাকিম বলেন, দ্বীনি বিরল উপজেলায় আরডিআরএসে চাকরি করতেন। দুপুরে তিনি তার ব্যবহৃত স্কুটি নিয়ে অফিসের কাজে বের হন। পথে শংকরপুর এলাকায় পৌঁছালে তাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লোকমান হাকিম আরও বলেন, চিকিৎসক দ্বীনির উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোরাম মাওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –