• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিরলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২  

দিনাজপুরের বিরলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের বাস্তবায়নে, ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগীতায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে বিরল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক প্রমুখ। প্রদর্শনীতে প্রায় বিশটি স্টল অংশ গ্রহণ করে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –