• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বিরামপুরে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, তিনজনের কারাদণ্ড

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২  

বিরামপুরে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, তিনজনের কারাদণ্ড             
দিনাজপুরের বিরামপুরে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে বিরামপুর পৌর শহরের স্টেশন রোডে লিমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার।

দণ্ডিতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২০ বছর বয়সী আফরুজা খাতুন অন্তরা, বিরামপুর পৌর শহরের ২০ বছরের রাশেদুল ইসলাম ও ১৯ বছরের সজীব বাবু।

ইউএনও পরিমল কুমার সরকার বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে বিরামপুর পৌর শহরের স্টেশন রোডে লিমা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কার্যকলাপের অপরাধে অন্তরাকে দুই মাস এবং মিন্টু ও বাবুকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, দণ্ডিতদের বুধবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –