• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিরামপুরে গাঁজা গাছ জব্দ, আটক ১

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২  

বিরামপুরে গাঁজা গাছ জব্দ, আটক ১                        
দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ি থেকে দুটি বড় গাঁজার গাজ উদ্ধার ও ওই গাছের মালিক রকিব উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

গত শনিবার রাতে বিরামপুরের কাটলা ইউপির উত্তর দাউদপুর বেপারীপাড়া গ্রামের ওই বাড়ী থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। সেই সঙ্গে গাছের মালিক রকিব উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গাঁজার গাছ দুইটির ওজন দুই কেজি।

আটককৃত ব্যক্তি রকিব উদ্দিন (৬০) বিরামপুর উপজেলার কাটলা ইউপির উত্তর দাউদপুর বেপারীপাড়া গ্রামের মনিতুল্যাহ কবিরাজের ছেলে। 

পুলিশ জানায়, গত ১৬ জুলাই দিবাগত রাতে এসআই হরিদাস বর্মন, এএসআই মোঃ মনজুর হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন অভিযানে বিরামপুর উপজেলার কাটলা ইউপির উত্তর দাউদপুর ব্যাপারীপাড়া গ্রামের রকিব উদ্দিনের বসতবাড়ী থেকে দুইটি গাঁজার গাছ উদ্ধার করেন। 

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, রকিব উদ্দিন ওই এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে গাঁজার চাষ করে আসছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। রবিবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –