• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিরামপুরে জমি নিয়ে বিরোধে নিহত ১

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০  

জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরের বিরামপুরে আব্দুল বাকী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায়  ১০ জন আহত হয়েছে। ১০ জনকে আটক করা হয়েছে।  

নিহত ব্যক্তি পৌর এলাকার পার ভবানিপুর গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে। মঙ্গলবার সকাল ১১টার দিকে আহত আব্দুল বাকী মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেছেন বিরামপুর ওসি মনিরুজ্জামান ।  

আটকরা হলেন, এমদাদুল হক, নুর আলম সিদ্দিকী, এনামুল হক, মামুনুর রশিদ, ইউসুফ আলী, গোলাম মোস্তোফাসহ দশ জন। তারা সবাই ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পুলিশ জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময়  প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক  চিকিৎসা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় আবদুল বাকি মারা যান।  

বিরামপুর ওসি মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে রাতেই হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –