• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিরামপুরে জুয়া খেলার দায়ে ১০ জন কারাগারে

প্রকাশিত: ১০ আগস্ট ২০২১  

দিনাজপুরের বিরামপুর উপজেলায় গভীর রাতে মাদক ও জুয়া বিরোধী অভিযানে জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে আটকদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, রবিবার গভীর রাতে বিরামপুর পৌরসভার ঢেলুপাড়ায় এ অভিযান চালিয়ে ওই ১০ জুয়াড়িকে আটক করা হয়। তারা হলেন- ঢেলুপাড়া গ্রামের আবুল কালাম আজাদ, মোঃ জনাব আলী, রেজাউল ইসলাম, সাধন মণ্ডল, আতিয়ার রহমান, আবু রায়হান, নাসির উদ্দিন, মজনু মিয়া, পল্লব মিয়া ও মশিয়ার রহমান। তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা হয়েছে।

ওসি আরও জানান, ঢেলুপাড়া গ্রামে জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদে থানার এসআই শাহিন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালান। পরে ইলিয়াস আলীর বাড়ির সামনে মাটির দেয়ালের একটি ঘরে জুয়া খেলা অবস্থায় ওই ১০ জুয়াড়িকে আটক করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম হিসেবে দুই বান্ডিল তাস, পাঁচটি প্লাস্টিকের বস্তা ও নগদ দুই হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –