• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ৩ মার্চ ২০২৩  

 
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকালে বিরামপুর-হিলি সড়কের বেগমপুর মোড়ে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহত নুরুন্নবী হোসেন (৪০) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মহব্বতপুর (রাধাবাড়ি) গ্রামের মৃত: আলতাফ হোসেনের ছেলে।

তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার এসআই নিহার রঞ্জন রায় জানান, বিরামপুর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক হিলির দিকে যাচ্ছিল। এসময় পাঁচবিবি থেকে আসা স্বপ্নপুরিগামী মোটরসাইকেলকে বেগমপুর মোড়ে এলাকায় মালাবাহী ট্রাকটি ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও তার সহযাত্রী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক  চালক নূরুন্নবীকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –