• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৫ মে ২০২২  

দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সেপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার পলাশবাড়ি রেলগুমটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে
রেলওয়ে পুলিশের হিলি ফাঁড়ির এসআই কায়কোবাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, পলাশবাড়ি মোড়ে একটি দোকান থেকে পান খেয়ে রেললাইন অতিক্রমের সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সেপ্রেসে কাটা পড়েন।

এসআই কায়কোবাদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –