• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিরামপুরে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

বিরামপুরে পারিবারিক পুষ্টি বাগান দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। পতিত ও স্বল্প পরিমাণ জায়গাতে শাক-সবজি উত্পাদনের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি বিভাগ প্রথমে পারিবারিক পুষ্টি বাগান তৈরি করে দেয়। এর সুফলতা দেখে স্থানীয়রা এখন নিজেরাই এ ধরনের বাগান তৈরিতে আগ্রহী হয়ে উঠছেন।

ভেলারপাড়া গ্রামের কৃষক আব্দুল হালিম মণ্ডল ও মিলন মিয়া জানান, তাদের বাড়ির পাশে পতিত জায়গায় কৃষি বিভাগ পুষ্টি বাগান তৈরি করে দিয়েছে। এই বাগানে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। সেখান থেকে উত্পাদিত শাক-সবজি নিজের চাহিদা মেটাচ্ছে। অতিরিক্ত শাক-সবজিও বিক্রি করতে পারছেন। তাদের দেখাদেখি এখন অনেকেই নিজ উদ্যোগে পুষ্টি বাগান তৈরি করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, স্থানীয়দের পারিবারিক পুষ্টি বাগান করতে আগ্রহী করে তুলতে কৃষি বিভাগ বিভিন্ন গ্রামে ১৪টি পারিবারিক পুষ্টি বাগান তৈরি করে দেয়। এসব বাগান থেকে কৃষকরা বিষমুক্ত নিরাপদ শাক সবজি উত্পাদনের মাধ্যমে পারিবারিক চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বিক্রি করে বাড়তি উপার্জন করতে পারছেন। কৃষি বিভাগের শুরু করা এই সাফল্য দেখে অনেকেই এখন নিজ উদ্যোগে পুষ্টিবাগান তৈরি করছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –