• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিরামপুরে ধানের জমিতে কৃষকের মাথা থেঁতলানো লাশ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২  

বিরামপুরে ধানের জমিতে কৃষকের মাথা থেঁতলানো লাশ                   
দিনাজপুরের বিরামপুরে একটি ধানক্ষেত থেকে পাহারারত এক কৃষকের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল সোমবার (১২ ডিসেম্বর) সকালে বিরামপুর পৌরসভার বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, পৌর এলাকার বেগমপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে কৃষক আশরাফুল ইসলাম (৪৫) আমন ক্ষেতের পাকা ধান কেটে রাতে পাহারায় ছিলেন। রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা আশরাফুলকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। সোমবার ভোরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন মাঠে গিয়ে আশরাফুলের লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। 

পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –