• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বিরামপুরে পটলের বাম্পার ফলন

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

বিরামপুরে পটলের বাম্পার ফলন                        
দিনাজপুরের বিরামপুর উপজেলায় এবার পটলের ভাল ফলন হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি পটল ১০ টাকা বিক্রি হচ্ছে।

উপজেলার মনিরামপুর গ্রামের সোলায়মান আলী জানান, অন্য বছর বর্ষকালে বৃষ্টির কারণে পটলের গাছ পচে নষ্ট হয়ে যেত। এবার বর্ষায় বৃষ্টি কম হওয়ায় পটল গাছের কোনো ক্ষতি হয়নি। ফলে পটলের ভাল ফলন হয়েছে। স্থানীয় বাজারে পটলের ব্যাপক আমদানি হওয়ার পাইকারি বাজারে প্রতি মণ পটল ৩০০ থেকে ৩২০ টাকা দরে বেচা-কেনা চলছে। এই পটল খুচরা প্রতি কেজি ১০ টাকা বিক্রি হচ্ছে।

আড়ৎদার জামাল হোসেন জানান, বিরামপুর বাজার থেকে পটল কিনে রাজধানীতে পাঠানো হয়। বর্তমানে বিরামপুর এলাকার অন্যান্য সবজির সঙ্গে বিপুল পরিমাণ পটল রাজধানীতে চালান করা হচ্ছে।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, উপজেলায় ১১০ হেক্টর জমিতে শাক-সবজির চাষ করা হয়েছে। অন্যান্য সবজির তুলনায় এবার পটলের ভাল ফলন হওয়ায় স্থানীয় বাজারে দাম কমে গেছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –