• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিরামপুরে ফেনসিডিল খেতে এসে পুলিশের হাতে আটক দুই যুবক

প্রকাশিত: ২৬ জুন ২০২১  

দিনাজপুরের বিরামপুরে ফেনসিডিল খেতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। এসময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল ও একটি টিপ চাকু জব্দ করা হয়। এছাড়া তাদের দেখানো জায়গা থেকে ফেনসিডিলের ৯টি বোতল জব্দ করা হয়েছে। 

শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শেখ সাদাব বাবু (২৮) নীলফামারীর সৈয়দপুর উপজেলার পুরাতন বাবু পাড়া এলাকার ডা. শেখ নবাব আলীর ছেলে ও নাইমুল হক (২৮) রংপুর কোতয়ালী থানার মুন্সিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

বিরামপুর থানাপুলিশের পরিদশক (তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, হরিহরপুর এলাকায় সাদেক নামের এক ব্যক্তির বাড়িতে ফেনসিডিল বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের দেহে তল্লাশি চালিয়ে দুটি খেলনা পিস্তল ও একটি টিপ চাকু জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটকদের দেয়া তথ্যে একটি বাঁশঝাড় থেকে ফেনসিডিলের ৯টি বোতল ও এক ব্যাগ খালি বোতল জব্দ করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –