• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিরামপুরে মাদকবিরোধী ঘুড়ি উৎসব-ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩  

 
সীমান্ত ঘেঁষা দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকবিরোধী ঘুড়ি উৎসব এবং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার (২৩ এপ্রিল) দুপুরে বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। কাটলা স্কুল প্রাক্তন ছাত্র ছাত্রী কল্যাণ সংস্থা (ওসাখস) অনলাইন গ্রুপ ও কাটলা ক্রীড়া একাডেমি অ্যান্ড লাইব্রেরি এ খেলার আয়োজন করে।

প্রথমার্ধে প্রায়াত খেলোয়াড় রবিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত দর্শক, অতিথি ও খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন। এরপর ঘুড়ি উৎসব শুরু হয়।

পরে সোনালী অতীত, অতিত টাইগার, অতিত স্টার, ইলেভেন স্টার নামে চারটি দলে এলাকার যুবকদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় ইলেভেন স্টার ,অতিত টাইগার দলকে ৪৪ রানে পরাজিত করে বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ীদলকে পুরস্কার তুলে দেন ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কাটলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বুলবুল হোসেন, কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীক হোসেন, প্রধান শিক্ষক মমিন হোসেন, একরামুল হক, সুধীর চন্দ্র, অ্যাডভোকেট মোকিম উদ্দিন মন্ডল।

কাটলা ক্রীড়া একাডেমি অ্যান্ড লাইব্রেরির সাধারণ সম্পাদক সামসুল মিয়া বলেন, আমাদের এ এলাকা সীমান্ত ঘেঁষা হওয়ায় মাদকের প্রবণতা বেশি। এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখবে প্রবীণ এবং নবীন খেলোয়াড়দের সমন্বয়ে খেলার আয়োজন করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –