• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বিরামপুরে রাতের আঁধারে গরু চুরি করতে গিয়ে ধরা গৃহবধূ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

বিরামপুরে রাতের আঁধারে গরু চুরি করতে গিয়ে ধরা গৃহবধূ                  
দিনাজপুরের বিরামপুর রাতের আঁধারে গরু চুরির অভিযোগে ইয়াসমিন আক্তার নামের এক নারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইয়াসমিন উপজেলার দিওড় ইউপির কসাই নুর ইসলামের স্ত্রী।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার দিওড় ইউপির বৈদাহার গ্রামে আজমল হোসেনের বাড়িতে গরু চুরি করতে ঢোকেন ইয়াসমিন আক্তার। এসময় শব্দ হলে বাড়ির মালিক আজমল হোসেনসহ পরিবারের লোকজন তাকে ধরে ফেলেন।

বাড়ির মালিক আজমল হোসেন বলেন, ‌‘ইয়াসমিন আমার একটি গরু চুরি করেছে। তার স্বামী একজন কসাই।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, গরু চুরির ঘটনায় ইয়াসমিন আক্তারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –