• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিরামপুরে সেই পরিবারের ৩ সদস্য পেল প্রতিবন্ধী ভাতার কার্ড

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০  

অবশেষে দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে সেই প্রতিবন্ধী পরিবারের তিন সদস্যকে প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার তাদের হাতে ভাতার কার্ড তুলে দেন।

এর আগে কয়েকটি সংবাদপত্রে প্রতিবন্ধী পরিবারটি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। আর সেই প্রতিবেদন ভাইরাল হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পরিমল কুমার সরকার বলেন, প্রতিবন্ধী অসহায় পরিবারটির খবর প্রকাশ হলে বিষয়টি আমাদের নজরে আসে। পরে স্থানীয় সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে ওই পরিবারটির তিন সদস্যকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়।

তিনি বলেন, পরিবারটির মধ্যে এখন চার জনই প্রতিবন্ধী ভাতার আওয়ায় আনা হয়েছে। তারা সবায় সারাজীবন প্রতিমাসে ৭৫০ টাকা করে পাবেন। সরকারি বরাদ্ধ পেলে তাদের একটি বাড়িও প্রদান করা হবে।

জানতে চাইলে প্রতিবন্ধী সালমন সরেন বলেন, সরকার আমাদের কথা শুনে কার্ডের ব্যবস্থা করে দিয়েছে। কোন রকম টাকা খরচ ছাড়াই আমাদের পরিবারের তিনজনকে কার্ড দেয়া হয়েছে। এতে সংসারের অনেকটা সচ্ছলতা আসবে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –