• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বিশ্বের সবচেয়ে কম অপরাধের দেশ কাতার

প্রকাশিত: ২৩ জুলাই ২০২০  

বিশ্বের সবচেয়ে কম অপরাধপ্রবণ দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের অবরোধের পরও উন্নতির দিকেই ধাবিত হচ্ছে দেশটি।

সম্প্রতি আন্তর্জাতিক সন্ত্রাস জরিপকারী সংস্থা নামবেও ক্রাইম ইনডেক্সের প্রকাশ করা এক প্রতিবেদনে সবচেয়ে কম অপরাধপ্রবণ দেশের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে দেশটির নাম। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেখানকার প্রবাসীরা। এদিকে, প্রবাসীদের সেখানকার আইন কানুন মেনে চলার অনুরোধ জানান শ্রম কাউন্সিলর।

বিশ্বের ১৩৩টি দেশ ও শহরের অপরাধ পরিক্রমা পর্যালোচনা করে তালিকাটি প্রকাশ করেছে নামবেও ক্রাইম ইনডেক্স। সেখানে ১০০ পয়েন্টের মধ্যে ৮৮ দশমিক ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান কাতারের।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত আরব অঞ্চলের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে নির্বাচিত হয়ে এসেছে কাতার। এছাড়া অন্যান্য বৈশ্বিক র‌্যাংকিংয়েও কাতারের উন্নয়ন চোখে পড়ার মতো।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –