• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিয়ে বাড়িতে কনের ফুফুর বানানো চা পানে অসুস্থ ১০

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

লালমনিরহাটের পাটগ্রামে বিয়ের অনুষ্ঠানে চা পান করে অসুস্থ ১০ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পাঁচজনকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামপুরে মো. রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, রফিকুল ইসলামের মেয়ের বিয়ে অনুষ্ঠান ছিল শুক্রবার রাতে। বরপক্ষের লোকদের জন্য মেয়ের বাড়ির লোকজন চায়ের আয়োজন করে। কনের ফুফু চা তৈরি করতে রান্না ঘরে যান। তিনি ভুলবশত চা পাতা ভেবে দানাদার কীটনাশক মিশিয়ে চা তৈরি করেন। ওই চা পান করে ১০ জন অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট। পাঁচ রোগীকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –