• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বীরগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থীর মৃত্যু

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১  

দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ আসনের সদস্য পদপ্রার্থী বিমল চন্দ্র রায় (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত বিমল চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা মৃত গোপাল চন্দ্র রায়ের ছেলে। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

আসন্ন চতুর্থ ধাপের নির্বাচনে বীরগঞ্জের মরিচা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হিসেবে গত বুধবার উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। ওই ওয়ার্ডের নির্বাচিত সাবেক সদস্য ছিলেন তিনি। গত নির্বাচনে প্রার্থী না হলেও আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক গণসংযোগ করেন বলে জানা গেছে।

জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হিসেবে গত বুধবার উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। পরে নেতাকর্মীদের সাথে গণসংযোগ শেষে রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া পর ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান। 

মরিচা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের বর্তমান সদস্য পিযুষ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –