• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বীরগঞ্জে চৌপুকুরিয়া নব-নির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে চৌপুকুরিয়া নব-নির্মিত কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। 

বুধবার বিকাল সাড়ে ৫ টায় উদ্বোধনকালে তিনি বলেন- আওয়ামীলীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে সারা দেশে প্রতিটি ইউনিয়নে ৩টি করে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিয়ে আসছিল। কিন্তু ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় এসে এই কমিউনিটি ক্লিনিকগুলি বন্ধ করে দিলে গ্রামের অসহায় সাধারণ মানুষরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হন। পুনরায় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে আবারো এই কমিউনিটি ক্লিনিকগুলি চালু করে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী ও সাতোর ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শেখ প্রমুখ। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –