• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বীরগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

উত্তর জনপদের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রোটারি ক্লাব বনানী ঢাকা সদস্য ও সাবেক সচিব প্রফেসর কলিম উদ্দিন আহমেদ। তার ব্যাক্তিগত উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জের জাগরণী সংঘের সহযোগীতায় ৪ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের জাগরণী সংঘ মাঠে আনুষ্ঠানিকভাবে অসহায় শীতার্তদের হাতে প্রধান অতিথি হিসেবে ওই কম্বল তুলে দেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ জিয়াউর রহমান।

রেজাউল করিমের সঞ্চালনায় জাগরণী সংঘের সভাপতি ও মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মাহাতাবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ইয়াহিয়া, মরিচা ইউনিয়ন পরিষদ সদস্য নন্দিতা রাণী রায় প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –