• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বীরগঞ্জে সজনার ডাল রোপণ কার্যক্রম

প্রকাশিত: ১১ মে ২০২৩  

“দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে উদ্যোগে ভিটামিন জাতীয় সবজি খাবার সজনার ডাল রোপণ কর্মসূচি শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপির সহযোগিতায় ইম্প্যাক্ট প্লাস দলের উদ্যোগে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া এবং মোহনপুর ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনকালে অতিথিবৃন্দ বলেন, শিশুরা আগের তুলনায় এখন অনেক সচেতন।তারা পরিবেশ রাক্ষার্থে কাজ করছে। পরিবেশ ভারসাম্য বজায় রাখতে প্লাস্টিক পরিহারে উৎসাহ প্রদান করছে, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনমূলক ক্যাম্পেইন করছে, শিশু জন্ম সনদ ৪৫ দিনে নিশ্চতকরণেও কাজ করে যাচ্ছে।

রোপণ কর্মসূচিতে ছিলেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ ওয়াহেদ আলী, ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি ম্যানাজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার দিপা রোজারিও, ডোরিস হাসদা, নিজপাড়া ইউপি পরিষদ রুবেল ইসলাম, প্রমুখ। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –