• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বীরগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রার্থনা সভা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০  

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার প্রার্থনা ও নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্য়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে প্রার্থনা ও নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপ্না রাণী বিশ্বাস। 

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়ের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা। 

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি গিরজা নাথ দাস, সাধারণ সম্পাদক নিপেন চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন বর্মণ, উপজেলা জন্মাষ্টমী কমিটির সভাপতি অধ্যাপক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, সাধারণ সম্পাদক বীরগঞ্জ সরকারী কলেজের সহকারী প্রভাষক ও উদীচী শিল্পীগোষ্ঠী সভাপতি প্রশান্ত কুমার সেন, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক কামাল হোসেনসহ নবগঠিত বীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রার্থনা ও নবগঠিত কমিটির পরিচিত সভা সঞ্চালনা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর রাহা বাপ্পী।

এর আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযোদ্ধের ৪নং সেক্টরের কমান্ডার বীর উত্তম (অব:) মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত (সি,আর দত্ত) ইহলোক গমন করেছেন তাহার বিদেহী আত্মার শান্তি ও করোনা মহামারী থেকে মানবজাতির মুক্তি কামনায় প্রার্থনা এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –