• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বেরোবিতে ১ম বর্ষের ক্লাস শুরু কাল

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৯ জানুয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে আগামীকাল ২৯ জানুয়ারি। প্রতিটি বিভাগের নিজ নিজ বিভাগে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, গত ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে শূন্য আসনে সাক্ষাৎকার ও ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপ্তিতে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং একই দিন বিকেল ৫টায় শূন্য আসনের বিপরীতে বিষয়বরাদ্দসহ তালিকা প্রকাশ করা হবে। পরের দিন ৬ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা থেকে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান মোহাম্মদ আলী। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –