• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বেরোবির শিক্ষকদের চতুর্থ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর নবনিযুক্ত শিক্ষকদের চতুর্থ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। কোর্সে তৃতীয় মাসের সেরা অংশগ্রহণকারী পুরষ্কার পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ইয়াসমিন সুলতানা। গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজো অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরষ্কার প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. জিয়া রহমান এবং কোর্স সমন্বয়ক ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালনা পর্ষদ এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে। এসময় বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রত্যাশা ব্যক্ত করে বলেন, চতুর্থ ব্যাচের শিক্ষকবৃন্দ প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে যথাযথভাবে কর্ম পরিবেশে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি চতুর্থ ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণরত শিক্ষকদের মধ্যে তৃতীয় মাসের সেরা অংশগ্রহণকারী নির্বাচিত হওয়ায় ইয়াসমিন সুলতানাকে মেডেল প্রদান করেন।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবুল মুঞ্জেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক শরীফা আক্তার নিপা, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তার, ত্বহা হুসাইন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. খালিদ হাসান রিয়েল এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইফফাত আরা বাঁধনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –