• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বেরোবির সামাজিক বিজ্ঞান অনুষদ জার্নালের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ২৭ জুন ২০২২  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সামাজিক বিজ্ঞান অনুষদের জার্নাল ‘জার্নাল অব সোস্যাল সায়েন্স’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। 

সোমবার (২৭ জুন, ২০২২) দুপুরে উপাচার্য দপ্তরে জার্নাল অব সোস্যাল সায়েন্সের ভলিয়ম-৫ সংখ্যা-১, সেপ্টেম্বর ২০২১ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা উপস্থিত ছিলেন।

প্রকাশিত জার্নালটিতে সমাজ ব্যবস্থা, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে দেশি-বিদেশি গবেষকবৃন্দের মোট ১৪টি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও জার্নাল অব সোস্যাল সায়েন্সের সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, জার্নাল সম্পাদনা পরিষদের সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –