• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের স্নান উৎসব

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ও নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ নুন খাওয়া নদীতে শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের এতিহ্যবাহী স্নান উৎসব। বুধবার দিনব্যাপী এ স্নান উৎসব চলে।

পাপ মোচনের আশায় চিলমারীর থানাহাট ইউনিয়নের রমনা ঘাট থেকে রাজারভিটা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে স্নান উৎসবে অংশগ্রহণ করেছে হিন্দুধর্মালম্বী নারী ও পুরুষ।

জানা যায়, এবারের স্নান উৎসব নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করার পাশাপাশি পুণ্যার্থীদের পোশাক পরিবর্তনে জন্য বুথসহ অস্থায়ী পায়খানার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক কঠোর নজরদারি করা হয়েছে।

স্নান উৎসবে আসা শ্যামল চন্দ্র সেন বলেন, নিজের পাপ মোচন ও আমার মৃত বাবার পাপ মোচনে তার স্বর্গীয় স্থান পেতে আমি স্নান উৎসবে এসেছি।

অপর পুণ্যার্থী নির্মল বলেন, আমরা বছরে একবার এই স্নান উৎসবে আসি। এ উৎসবে এসে নিজের পাপ মোচনে ও বাবা-মায়ের পাপ মোচনে পূজা অর্চনা ও নদীতে গোসল করে পাপ মোচনের আশা করি। এটা আমাদের ঐতিহ্য।

চিলমারী উপজেলা চেয়ারম্যান রোকনুজ্জামান শাহীন জানান, প্রতি বছরের ন্যায় এবারো হিন্দু ধর্মাবলম্বীদের স্নান সুষ্ঠুভাবে করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তারা সুষ্ঠু পরিবেশেই এ উৎসব পালন করেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –