• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ভালো দাম পাওয়ায় পাট চাষে ঝুঁকছেন বীরগঞ্জের কৃষকরা

প্রকাশিত: ১৩ জুন ২০২২  

গত বছর পাটের দাম ভালো পাওয়ায় এবারও বীরগঞ্জের কৃষকরা পাট চাষে ঝুঁকেছেন। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষকরা জানান, কয়েক বছর আগেও দাম পড়ে যাওয়ায় চাষিরা পাট চাষ ছেড়ে দিয়েছিল। তবে গত দুই-তিন বছর ধরে পাটের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মণ্ডলপাড়ার কৃষক রফিকুল ইসলাম বলেন, গত বছর আমি এক বিঘা জমিতে পাটের আবাদ করে ভালো দাম পেয়েছিলাম। ঐ বছর প্রতি মণ পাট ১ হাজার ৭০০-২ হাজার টাকা দরে বিক্রি করেছিলাম। দাম ভালো পাওয়ার কারণে এ বছর আমি তিন বিঘা জমিতে পাট চাষ করেছি।

মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম শাহীন বলেন, মোহনপুরে কয়েক বছর ধরে পাট চাষ বাড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান জানান, আমার উপজেলার প্রায় ১ হাজার পাটচাষিকে প্রণোদনা প্রকল্পের মাধ্যমে পাট বীজ, রাসায়নিক সার দিয়েছি। মূলত পাটের দাম ভালো হওয়ায় কৃষকরা পাট চাষে বেশি আগ্রহী হয়েছেন। এ বছর উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪০ হাজার ৬০ একর জমি। কিন্তু উপজেলার ছয়টি ইউনিয়নে চলতি মৌসুমে মোট পাটের আবাদ হয়েছে প্রায় ৩৬ হাজার ৫১ একর জমিতে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –