• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভালো কাজ করলে মানুষ মনে রাখে: তোফায়েল আহমেদ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

ভোলা সদর আসনের এমপি, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভালো কাজ করলে মানুষ মনে রাখে। আমাদের সকলকেই ভালো কাজে থাকতে হবে।  

শুক্রবার সকাল ১১টায়  ভোলায় শহরের টাউন কমিটি মাধ্যমিক স্কুল (বাংলাস্কুল) মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফার জানাজার আগে বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় গোলাম মোস্তফার রাজনীতি ও দলের জন্য ত্যাগের বিষয় তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করেন দলের এই বর্ষিয়ান নেতা।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার শেষ বিদায়ে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো। এছাড়া জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. অহিদুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাবু প্রমূখ। 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা (৭০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –