• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মডার্নার শেয়ার বেচে দিল অ্যাস্ট্রাজেনেকা

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

করোনাভাইরাসের টিকা নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার ৭.৭ শতাংশ শেয়ার একশ কোটি ডলারেরও বেশি দামে বিক্রি করে দিয়েছে ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। 

সিএনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, শেয়ার কোন সময় বিক্রি করা হয়েছে, তা এখনো জানা যায়নি। গত বছরের ডিসেম্বরে জরুরি ভিত্তিতে মডার্নার টিকার ছাড়পত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র।

তারপর থেকেই ওই সংস্থার টিকার চাহিদা ক্রমশ বাড়তে থাকে। গত সপ্তাহে মডার্নার পক্ষ থেকে জানানো হয়, এ বছরে টিকার এক হাজার আটশ ৪০ কোটি ডোজ বিক্রির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

তার কয়েক দিনের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার শেয়ার বিক্রির সিদ্ধান্তে চাঞ্চল্য তৈরি হয়েছে। মডার্না বাজারে প্রতিষেধক নিয়ে আসার সময় থেকে এখন পর্যন্ত শেয়ারের দাম বেড়েছে পাঁচ গুণেরও বেশি। শেয়ার বিক্রির এটাই উপযুক্ত সময় মনে করেই অ্যাস্ট্রাজেনেকা সিদ্ধান্তটি নিয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –