• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মসজিদে বিজ্ঞাপন কি জায়েজ?

প্রকাশিত: ৫ জুন ২০২২  

এলাকার মসজিদের ছাদে একটি প্রসিদ্ধ কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড লাগাতে চাচ্ছে। তারা বলেছে, যেহেতু মসজিদের ছাদ তাই এতে তারা কোনো ছবি ব্যবহার করবে না। আপাতত তারা পাঁচ বছরের জন্য চুক্তি করতে চাচ্ছে।

এমন হতে পারে আপনার এলাকার মসজিদেও। এমন অবস্থায় প্রশ্ন সৃষ্টি হতেই পারে, মসজিদে কোনো বিজ্ঞাপন কি জায়েজ? 

সাধারণত ছাদে নামায পড়ার প্রয়োজন হয় না। ঈদের সময় কখনো প্রয়োজন হয়। তবুও মসজিদের ছাদে বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড লাগানো জায়েজ হবে না। কেননা, মসজিদের ছাদও মসজিদের অন্তর্ভুক্ত এবং মসজিদের মতোই সম্মানিত ও মর্যাদাপূর্ণ। মসজিদের কোনো অংশ যেমনিভাবে উপার্জনের মাধ্যম বানানো যায় না, তেমনি ছাদের ক্ষেত্রেও একই হুকুম।

এ সংশ্লিষ্ট দলীল:
১. আলবাহরুর রায়েক : ২/৩৪, ২৫১,
২. আলমুহীতুল বুরহানী : ৯/১২৭,
৩. ফাতাওয়া বাযযাযিয়া : ৩/২৮৫,
৪. আদ্দুররুল মুখতার : ৪/৩৫৮,

এ সংশ্লিষ্ট আরো একটি প্রশ্ন জাগে

যদি এলাকার মসজিদের বারান্দার বাড়ি ভাড়ার বিজ্ঞাপন লাগান হয়। এটা জায়েজ হবে কি?

এটিও করা জায়েজ নয়। কারণ, মসজিদ কোনা ব্যবসার স্থান নয়। রসূল (স:) মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। (তিরমিযী হা/৩২২; মিশকাত হা/৭৩২, সনদ হাসান)। 

তবে জুমআর দিন মসজিদের বারান্দার বাইরে ইসলামী বই-পুস্তক বিক্রয় করতে বাধা নেই। কেননা এটি দ্বীনের দাওয়াতের একটি অংশ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –