• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মাঘের শীতে কাঁপছে পঞ্চগড়

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১  

উত্তরের জেলা পঞ্চগড়ে আবারো বাড়ছে শীতের প্রকোপ।  মাঘের প্রথম দিন থেকে শীতের তীব্রতা বাড়ছে পাল্লা দিয়ে। গতকাল সোমবারও (১৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ বাড়লেও শীতের তীব্রতা রয়েছে আগের মতোই। এখন দিনের বেশিরভাগ সময়ই কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। সেইসঙ্গে থেমে থেমে বইছে উত্তুরে বাতাস। দুপুরে অল্প সময়ের জন্য সূর্যের মুখ দেখা গেলেও মিলছে না কাঙ্খিত উত্তাপ। আবার সন্ধ্যা নামার সাথে সাথে ঘন কুয়াশার সাথে সাথে বাতাসের গতিও বাড়তে থাকে। যানবাহনগুলো দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষেরা। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় কষ্টে পড়েছে তারা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলায় সরকারি বেসরকারিভাবে ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কিন্তু তা এ জেলার বিরাট অঙ্কের দরিদ্র শীতার্তের তুলনায় খুবই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –