• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদক সব অপরাধের মা- এমপি গোপাল

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০  

মাদক সব অপরাধের মা উল্লেখ করে সংসদ সদস্য (এমপি) মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মাদক থেকে সব অপরাধের জন্ম হয়। তাই মাদকের হাতছানি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলার চর্চা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। বীরগঞ্জ উপজেলার ছেলেমেয়েরা খেলাধুলায় অনেকটাই এগিয়ে রয়েছে। নিয়মিত প্রশিক্ষণ ও চর্চার অব্যাহত রাখতে পারলে এই বীরগঞ্জ উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মতো খেলোয়াড় সৃষ্টি হবে।

তিনি আরো বলেন- সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ লক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ড কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বর্তমান সরকারের অক্লান্ত পরিশ্রমে আইন প্রয়োগকারী সংস্থা মাদকবিরোধী অভিযান জোরদার করেছে।

শনিবার (২১ নভেম্বর) বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে সাহেবগঞ্জ আদর্শ ক্লাবের আয়োজনে সাহেবগঞ্জ আদর্শ ক্লাব মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মো. তাইজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. জিয়াউর রহমান জিয়া।

বক্তব্য শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –