• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মাদক সেবনের দায়ে স্বামীকে জেল, স্ত্রীকে দিলেন খাবার

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১  

দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের অপরাধে মানিক মন্ডল (৪৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, ওই পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে কারাদণ্ডাদেশ দেওয়ায় সন্তানদের নিয়ে স্ত্রীর অসহায়ত্বের কথা ভেবে তাৎক্ষণিকভাবে খাবার সামগ্রী দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

সোমবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে পৌর শহরের ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মানিক ওই এলাকার স্থায়ী বাসিন্দা। পেশায় রিকশাচালক।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, প্রতিনিয়ত মানিক মাদক সেবন করত। আজও সে হিরোইন সেবনরত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন। ওই অপরাধে মানিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

ইউএনও বলেন, মানিকের পরিবারের ছোট্ট দুটি শিশু রয়েছে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সে। মানবিকতা থেকে তাকে চাল, ডাল, আটা, তেল, সেমাই, লবণ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –