• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে কলেজশিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে এক কলেজশিক্ষক বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত পিতা ইমদাদুল হক (৫২)। তিনি চিরিরবন্দর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক ও আব্দুলপুর ইউনিয়নের নন্দেড়াইল গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাতে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে শনিবার সকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর কথা জানার পর থেকে পলাতক রয়েছে ছেলে রেজাওয়ান ইসলাম (২৩)।

স্থানীয়রা জানায়, চাকরি ছেড়ে বাড়িতে বসে থেকে বাবার কাছে নেশার টাকা চাইতে গেলে বাবার সাথে রেজাওয়ানের ঝগড়া-বিবাদ হয়। এক পর্যায়ে ছেলে রেজাওয়ান ক্ষিপ্ত হয়ে তার বাবার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে তার বাবা গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি জেনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই মামলা নিয়ে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –