• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

মাস্ক ছাড়া বাইরে গেলে জরিমানা- দিনাজপুরের ডিসি

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ মাহমুদুল আলম বলেছেন- মাস্ক ছাড়া বাইরে গেলে জরিমানা, মাস্ক ছাড়া কোনো সেবাগ্রহীতা বা ক্রেতার কাছে পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানকে দায় নিতে হবে। তাই সবাইকে মাস্ক ব্যবহারে সচেতন হতে হবে। 

তিনি বলেন- করোনা সংক্রমণরোধে মাস্ক ব্যবহারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে সরকারি, বে-সরকারি, হাট-বাজার, হোটেল-রেস্তোরা ও পথচারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। 

সোমবার বেলা ১১টায় পার্বতীপুর উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ মাহমুদুল আলম এসব কথা বলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক। 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পার্বতীপুর পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, পার্বতীপুর প্রেস ক্লাবের সভাপতি শআম হায়দার, পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ও রেলওয়ে থানার ওসি এমদাদুল হক প্রমুখ। 

সভা শেষে দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ মাহমুদুল আলম উপজেলা ভূমি অফিস, পার্বতীপুর মডেল থানা ও উত্তর-পশ্চিম সম্প্রসারণ হ্যাচারী পরিদর্শন করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –