• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মাস্ক না পড়ায় খানসামায় ৮ ব্যক্তিকে জরিমানা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি করার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা ও পাকেরহাট বাজারে ৮ জনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ( ১৩ আগস্ট ) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম। 

এ বিষয়ে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন- ‘করোনার সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। জনগণের মধ্যে মাস্ক না পড়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ অভিযান আব্যহত থাকবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, গত মঙ্গলবারও মাস্ক না পড়ায় ১১জনকে মোট ১১৫০০ টাকা জরিমানা করেন ইউএনও মাহবুব।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –