• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মাহমুদউল্লাহর জন্য লিখলেন সতীর্থরা

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের দিন বিকালেই বাংলাদেশের ক্রীড়ামোদীদের মন খারাপ হয়ে গেল। কারণ রবিবারই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হঠাৎই করেই সিদ্ধান্তটা এসে গেছে। হারারে টেস্টের তৃতীয় দিন থেকে গুঞ্জন চলছিল। পঞ্চম দিনে সেই গুঞ্জন সত্যি প্রমাণিত হলো। খেলা শুরুর আগে মাহমুদউল্লাহকে সতীর্থরা গার্ড অব অনার দেন। ২২০ রানের বড় জয়ের পর মাহমুদউল্লাহকে নিয়ে সোশ্যাল সাইটে লিখেন সতীর্থরা।

মাহমুদউল্লাহর দীর্ঘদিনের সতীর্থ ইনজুরিতে আক্রান্ত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, 'লাল বলের ক্রিকেটে আপনি (বাংলাদেশকে) যেভাবে সেবা দিয়ে গেছেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সীমিত ওভার ক্রিকেটে আপনার সঙ্গে ড্রেসিংরুমে দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।'

একইসঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহ আর পেসার রুবেল হোসেনর। তাই রুবেলের জন্য মাহমুদউল্লাহর বিদায়টা বেশি আবেগের। তিনি লিখেছেন, 'রিয়াদ ভাই সব সময় আমার কাছে বড় অনুপ্রেরণা। আমাদের একসঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল। ভবিষ্যতে আর একসঙ্গে সাদা জার্সিতে খেলা হবে না ভেবে খারাপ লাগছে। তবে আশা করছি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আরও দীর্ঘ সময় তাকে পাব ইনশাআল্লাহ্‌।'

টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, 'রিয়াদ ভাই, আপনার সঙ্গে এই পথ চলতে পারা আমার জন্য ছিল দারুণ সম্মানের। আপনার অবদান আর ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।' ইমরুল কায়েস লিখেছেন, 'আমার একজন কাছের মানুষ, বন্ধু, বড় ভাই যাকে আমি সব সময় শ্রদ্ধা করি তিনি হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সিদ্ধান্তকে আমি সব সময় সম্মান করি। আশা করি তার বাকি ক্যারিয়ারটা সফল হোক। টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে।'

তরুণ অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেন, 'অসাধারণ একজন ক্রীড়াব্যক্তিত্ব যার চেতনা দারুণ। আপনি টেস্ট ক্যাপ ছেড়ে দিচ্ছেন, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। খেলোয়াড়, সমর্থক আর ক্রিকেটের এই সংস্করণটাই আপনাকে মিস করবে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আরও অনেক কিছু শেখার জন্য উন্মুখ হয়ে আছি। প্রার্থনা করি, আপনি যে নতুন চ্যালেঞ্জই নিন না কেন, সেটা যাতে অনেক উপভোগ করতে পারেন, মাহমুদউল্লাহ রিয়াদ ভাই।'

পঞ্চপাণ্ডবের অন্যতম মুশফিকুর রহিম দীর্ঘদিন খেলেছেন মাহমুদউল্লাহর সঙ্গে। তিনি অবশ্য মাহমুদউল্লাহকে অবসরের অভিবাদন না জানিয়ে হারারে টেস্টের পারফর্মেন্সের জন্য ধন্যবাদ দিয়েছেন। তিনি লিখেন, 'নিজের ৫০তম টেস্টে আপনার ম্যাচ জেতানো পারফরম্যান্স আর ম্যাচসেরা হওয়ার জন্য আপনাকে অনেক অভিনন্দন রিয়াদ ভাই। মাশা আল্লাহ! দারুণ জয় পেয়েছি আজকে। মিরাজ, শান্ত), লিটন, তাসকিন, সাদমানের মতো আমাদের তরুণ ক্রিকেটাররাও ক্রিকেটের দারুণ প্রদর্শনী রেখেছে। সামনের দিনে এ রকম আরও দেখবেন।'

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –