• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মিঠাপুকুর-পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টিতে ৯২ হেক্টর ফসলের ক্ষতি

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ৯২ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮০ হেক্টর ধান ও ১২ হেক্টর জমিতে অন্যান্য ফসল রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ও সদর ইউনিয়নে ৩০ হেক্টর বোরো ধান, পাঁচ হেক্টর আমবাগান দুই হেক্টর ভুট্টা, পীরগঞ্জ উপজেলার বড় দারগা ইউনিয়নে ৫০ হেক্টর বোরো ধান, পাঁচ হেক্টর ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকশ কৃষক আর্থিক লোকসানের মুখে পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে, দুটি উপজেলার এই তিনটি ইউনিয়নে এবার ফসলের উৎপাদন অন্যান্য বছরের তুলনায় কম হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার ওই তিনটি ইউনিয়নে ফসলের ক্ষতির পরিমাণ জানা গেছে। ধারণা করা হচ্ছে, অন্যান্য ইউনিয়নেও কিছু ফসলের ক্ষতি হতে পারে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, এক সপ্তাহ আগে রংপুর ও আশপাশের এলাকায় শিলাবৃষ্টি ও ঝড় হয়েছে। ওই সময় দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর আরো ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –