• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মেধাবী রিয়ার পাশে নৌ-প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২  

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের রিয়াজুল ইসলামের মেয়ে ব্রেন টিউমারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী রিয়া মুনির পাশে দাঁড়িয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রবিবার বিকালে নৌ-প্রতিমন্ত্রী দেওয়া এক লাখ টাকা অর্থ সহায়তা নিয়ে রিয়া মুনির বাসায় হাজির হন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফছার আলী। এ সময় রিয়ার মার হাতে এ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

জানা যায়, রিয়া মুনি সেতাবগঞ্জ সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

তাঁরা তিন বোন এক ভাই। ব্রেন টিউমারে কারণে সে চোখে ঝাপসা দেখে। চিকিৎসক বলেছেন, তার অপটিকাল নার্ভগুলো প্রায় ৭৫ শতাংশ দুর্বল হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য বর্তমান রিয়া মুনি ভারতের বেঙ্গালোরে অবস্থান করছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –